মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার বড়কাশিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু সাঈদ (১৬), মাইলোড়া গ্রামের আইনাল হকের ছেলে লালন মিয়া(১৯), ও নগর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে মো. মোমেন (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাসকারী রাজমিস্ত্রী শফিকুল মিয়ার কয়েকটি প্লেইনশিট ও ভবন নির্মাণের যন্ত্রপাতি চুরি হয়। লালনসহ কয়েকজন মিলে ওই জিনিসপত্রগুলো নিয়ে যেতে দেখেছে এলাকার লোকজন। এমন তথ্য জেনে শনিবার বিকেলে মাইলোড়া এলাকায় লালনকে আটকে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করে। পরে পুলিশকে এ বিষয়টি জানালে থানার এসআই তাজুল ইসলাম গিয়ে লালনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে লালনের দেওয়া তথ্যে আবু সাঈদ ও ভাঙারি দোকানি মোমেনকে রাতে আটক করে পুলিশ।
এ ঘটনায় রাজমিস্ত্রী শফিক মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বলেন, রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম আমাদের প্রতিনিধি কে জানান, হঠাৎ করে ছোটখাটো চুরি হচ্ছে। পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। চুরি , ছিনতাই ও মাদকের উপর নজরদারি বাড়ানো হচ্ছে। হাতেনাতে প্রমাণ পেলেই তাদেরকে আটক করা হবে।