মোহনগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১:০০ টায় সৈয়দবাড়ী মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে সমস্ত বাজার প্রদক্ষিণ করে বসুন্ধরা মোড় হয়ে মহিলা কলেজ হয়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এসে আনন্দ মিছিল সমাপ্ত হয় ।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জমিউল ইসলাম রাকিব,পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদি চৌঃ অপু,জাকির হোসেন বাবু সদস্য সচিব উপজেলা ছাত্রদল,নাজমুল হাসান জকি যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল,মেহেদি হাসান ইমন যুগ্ম আহবায়ক সরকারি কলেজ ছাত্রদল,সুজাউল হক রিজন সদস্য উপজেলা ছাত্রদল, ছাত্রনেতা আশিকুর রহমান রুমন প্রমুখ।

উক্ত আনন্দ মিছিলে বিএনপির সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কাণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল। সাবেক নেতা আ,খ,ম শফিকুল হক, মাহবুবুন নবী শেখ, সিরাজ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।