মোহনগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মোহনগঞ্জের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মৃধা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ কুমার দত্ত।

উক্ত দিবসে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আজকের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগের প্রতিশ্রুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো।” স্লোগানের উপর বক্তব্য রাখেন মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ লুৎফুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানাউল্লা, শিক্ষার্থী হৈমন্তী প্রমুখ।

এরপর র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় । অগ্নিকাণ্ড মহড়ায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসসহ অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মৃধা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান। ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফের আগুনের মহড়া সুন্দরভাবে উপস্থাপন করে। যারা অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করে প্রশিক্ষণ জ্ঞান দেন।