মোহনগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস –২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ ১ নভেম্বর (শুক্রবার) সাড়ে দশটায় কর্মসূচির শুরুতেই র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এর উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বশার ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন।

বক্তব্য রাখেন সফল যুবক আমিরুল ইসলাম (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত), সফল যুব নারী উম্মে হাবিবা ইতি (ফ্রিল্যান্সিং বিষয়ে আত্মকর্মী) প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য শেষে শপথ পাঠ, প্রশিক্ষণ ভাতা প্রদান, গাছের চারা বিতরণ, সনদপত্র বিতরণ করা হয়েছে।