মোহনগঞ্জে তিনদিনের কৃষি মেলা সমাপ্ত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
আজ বহস্পতিবার বিকালে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরনের আওতায় মোহনগঞ্জ কৃষি সম্প্রারণ বিভাগের উদ্যোগে ৩দিন ব্যাপী কুষি মেলা সামাপ্ত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির।

উপজেলা চত্তরে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোঃ আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমির বনিক প্রমুখ।

এ বছর সুন্দর ভাবে কৃষি মেলা আয়োজন করা হয়ে ছিল। মেলায় মোট ১৬টি স্টল অংশ গ্রহন করে এর মধ্যে ৬টি প্রযুক্তি প্রদর্শনী এবং ১০টি নার্সারী।

এ বছর মেলা থেকে অনেকেই গাছ ক্ষয় করেছেন।