মোহনগঞ্জে দুই মাদক সেবনকারী যৌথবাহিনীর হাতে আটক, কোর্টে সোপর্দ

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে যৌথ বাহিনীর হাতে মাদক সেবনকারী আটক দুই যুবককে আজ বৃহস্পতিবার ১৮৬১ সনের পুলিশ আইনের ৩৪(৬) ধারায় বিজ্ঞ নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এস আই মোঃ আব্দুল কাদের পুলিশ ফোর্সসহ যৌথ বাহিনীর সাথে মোবাইল ডিউটিতে থাকাকালীন সময়ে গতরাত সাড়ে ১২ ঘণ্টার সময় মোহনগঞ্জ পৌরসভাধীন টেঙ্গাপাড়া বাজারস্থ পাকা রাস্তার উপর প্রকাশ্যে চিল্লাচিল্লি ও বিভিন্ন লোকজনকে গালিগালাজ করতে থাকে ২ যুবক। যৌথ বাহিনী ৩৪ (৬ ) ধারায় উভয়কে গ্রেফতার করে । ১ । দেওথান গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ জনিক মিয়া (২৫) ২ । টেঙ্গাপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিন এর ছেলে ফলের দোকান এর আরতদার মোঃ কিরণ মিয়া (২৮) ।

পরবর্তীতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসামিদেরকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসামীদ্বয়কে অ্যালকোহল পান করিয়াছে বলে ছাড়পত্র দেয়া হয় । আসামীদ্বয়ের বিরুদ্ধে উক্ত অপরাধে আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মোহনগঞ্জ থানার এস আই কানাই লাল চক্রবর্তী আসামিদেরকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।