কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব রেজওয়ানা কবির এর সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ইমাম-পুরোহিত, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির ছাড়াও মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল, বারহাট্টা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন কুমার দাস,জেলা পরিষদের সদস্য সোহেল রানা, ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আব্দুল হান্নান রতন ও মো.নুরুল আমিন, মোহনগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃহক, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম আজাদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত সকলের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির পরিচিত হন।পরে ইউএনও নিজের পরিচয় প্রদান করে তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত