মোহনগঞ্জে নতুন দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে নতুন দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) র্যালি, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহম্মেদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়ার সঞ্চলানায় এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানি পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জমিয়তের নেতা রহুল আমিন নগরী, ইসলামী আন্দোনের পৌরশাখার নেতা মাসুদ রানা ও মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক কামরুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য দেন।