মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
প্রতিকি ছবি

কামরুল ইসলাম রতন:
নেত্রকোনার মোহনগঞ্জের বদরখালী টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে পিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।