মোহনগঞ্জে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে শনিবার সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাওর জনপদের আলোকিত মানুষ মোহনগঞ্জের গর্বিত সন্তান ওবায়দুল হাসান বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বক্তব্যে তিনি বলেন, ২৪তম বিচারপতির মধ্যে এ পর্যন্ত কেউ নারী বিচারপতি হয় নাই। আমি আশা করি আগামীতে মোহনগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নারী প্রধান বিচারপতি হবে। তিনি আরো বলেন, আমি যেদিন বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত সে আদর্শ থেকে বিচ্যুত হইনি।
সভায় নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক ও পৌর মেয়র লতিফুর রহমান রতন সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী নির্বাচনী এলাকার সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোণা জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা এড্ভোকেট আমিরুল ইসলাম, এড্ভোকেট শামসুর রহমান লিটন প্রমুখ।
নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এর আগে নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।