মোহনগঞ্জে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত জননেতা ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট ) সকাল সাড়ে দশটায়
এই উপলক্ষে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ গ্রন্থকুঞ্জ। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

গ্রন্থকুঞ্জের সভাপতি বিমল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলম বিপ্লব এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিমল চন্দ্র পাল, কবি রইস মনোরম, অমল সরকার, কবি তাহমিনা সাত্তার, শাহজাহান আলম বিপ্লব।

এ সময় অন্যান্যের মধ্যে মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, আগামী ২৮ আগস্ট সোমবার ১১ তম মৃত্যুবার্ষিকীর দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এমপি সাজ্জাদুল হাসান।