মোহনগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জ থানা চত্বরে “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) দুপুরে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এস আই কানাই লাল চক্রবর্তী সঞ্চালনায় ওপেন হাউজ ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস।
মাদক, চুরি, যানজট ও শিক্ষার্থীদের শিয়ালজানী খালের পাড়ে ড্রেস পরিহিত অবস্থায় অবস্থানের বিষয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল হান্নান রতন, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মানিক তালুকদার, কামাল হোসেন রতন, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম শেখ, বাবু অমল সরকার, ছাত্রনেতা মোমেন, সাংবাদিক শ্যামল চৌধুরী, ব্যবসাহী বিপ্লব রায়, ফরহাদ হোসেন, হেলেনা আক্তার, শিক্ষিকা রোকেয়া আলম প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাস বলেন, মাদক বিরোধী, চুরি, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে । মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের সঠিক তথ্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।