মোহনগঞ্জে পৌর শিশু পার্কে সাংস্কৃতিক সন্ধ্যা
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জের পৌর শিশু পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর নবনির্মিত মোহনগঞ্জ পৌর শিশু পার্ক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মোহনগঞ্জ পৌরসভা।
অনুষ্ঠানে হাবিবুর রহমান হানিফের সঞ্চালনাউ ও পৌর মেয়র লতিফুর রহমান রতন এর সভাপতিত্বে স্থানীয় শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানে পৌর কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।