মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। বিকালে সুস্থভাবে তালিকাভুক্ত সকল অসহায় লোকদের মধ্যে চাউল বিতরণ করা হয়।

এসময় বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, ট্যাগ অফিসার উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য, সুমন খান পাঠান, সাংবাদিক কামরুল ইসলাম রতন , সাইফুল আরিফ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী জানান, ঈদ উপলক্ষে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে ১৮৮৩ জন দুঃস্থকে সাংবাদিকদের উপস্থিতিতে ভিজিএফ চাল দেওয়া হয়। প্রতিবারেই চেয়ারম্যান সাহেব সাংবাদিকদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী উপহার জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়। ভিতরে আগে ব্যাগে ভরে ইউনিয়ন পরিষদের মজুদ করা হয়। তারপর মিটারে চাল তুলে সঠিক মাপ নিশ্চিত করে বিতরণ করা হয়।