
কামরুল ইসলাম রতন:
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সম্মানহানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক, গ্রামবাসী ও শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াগাঁও গ্রামে অবস্থিত বিদ্যালয়ের সামনে মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ জানুয়ারি নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন সরকারি দপ্তর বরাবর এই শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মোঃ সোহেল রানা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক নিয়মিত স্কুল করেন, কোনরকম ফাঁকি দেন না, দায়িত্ব নিয়ে স্কুল পরিচালনা করায় পরিবেশ খুব সুন্দর।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইমরান বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক সৎ, দায়িত্বপরায়ণ। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে শাহজাহান, আঃ করিম, হারুন মিয়া, নয়ন মিয়া বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা দাবি করছি অভিযোগকারী বিরুদ্ধে।
মানববন্ধনে ছাত্র অভিভাবক ফিরোজ মিয়া বলেন, আমাদের গ্রামের ছেলেটা প্রধান শিক্ষকের নামে মিথ্যা অভিযোগ করেছে, অভিযোগে যেসব কথা লিখেছে, তা কোনদিনও প্রমাণ করতে পারবে না। তিনি একজন ভালো মানুষ। উনি ভালো মানুষ বলে মসজিদের কাজকর্ম, গোরস্থানের কাজকর্মসহ গ্রামের সকল কাজে উনাকে সম্পৃক্ত রাখি। আমরা মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি অভিযোগকারী বিরুদ্ধে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমি কেমন মানুষ গ্রামবাসী অপকটে বলবে।
অভিযোগকারী মোঃ সোহেল রানা বলেন, আমার অভিযোগ সত্য, অভিযোগের তদন্তে আসলে আমি প্রমাণ করব।