মোহনগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
“প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এর আগে ওইদিন সকালে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ এর ভার্চুয়ালীভাবে আনুষ্টানিক উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বণিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম,

উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট আব্দুল হান্নান রতন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, এলাকার সফল খামারী হাজী সুলতান আহমেদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ গ্রহণকারী খামারীদের প্রদর্শীত বিভিন্ন স্টল পরির্শন করেন।