মোহনগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী ২০২৪ এর সমাপনী
কামরুল ইসলাম রতনঃ
“প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহিম মিয়া এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস শাকুর সাদী প্রমুখ উপস্থিত ছিলেন। মোট ২৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। তারমধ্যে ১৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট প্রদান করা হয়। বড় খামারীর মালিক আলী ওসমানকে প্রদর্শনীতে অংশগ্রহণে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
গতকালকে পালগাঁও বকুলতলা মাঠে গলা ফোলা রোগে তিন শতাধিক গবাদি পশুকে টিকা প্রদান করা হয়। এক আলোচনা সভায় কৃষকদেরকে রোগের বিষয়ে জনসচেতনতা করা হয়। আজ সকালে মাইলোড়া একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের কে নিয়ে ডিম খাওয়ানো কর্মসূচি পালিত হয়।