মোহনগঞ্জে বাসা ভাংচুর ও লুটপাটের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আটক- ১
মোহনগঞ্জ সংবাদদাতাঃ
নেত্রকোণার মোহনগঞ্জ থানায় পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাসা আওয়ামী লীগ সরকারের আমলে ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ২শ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আসামী মোঃ জানু মিয়া (৬০) কে অত্র উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর এলাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়। মোহনগঞ্জ থানা পুলিশ জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাগলাজুর এলাকা থেকে মুক্তুল হোসেনের ছেলে মোঃ জানু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
সে গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২২ বছর যাবৎ দায়িত্ব পালন করছেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, উক্ত মামলায় মোঃ জানু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়। অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামীর সন্ধান পেলেই গ্রেফতার করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা জামিউল হাসান সুমন বলেন, অফিসার ইনচার্জের নেতৃত্বে মোঃ জানু মিয়াকে গ্রেফতার করা হয়।