মোহনগঞ্জে বাসা ভাংচুর ও লুটপাটের মামলায় ২ আ’লীগ নেতা আটক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জ থানায় পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাসা আওয়ামী লীগ সরকারের আমলে ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ২শ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ২জন অজ্ঞাত আসামীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন প্রণয় দত্ত (৫৮)। তাকে উপজেলা দক্ষিণ দৌলতপুর এলাকা ও অপর জন মঞ্জরুল হক (৪৫)। তাকে স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করে।

জানা যায়, প্রণয় দত্ত বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা। তবে মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় বসবাস করে।

অপরদিকে মঞ্জুরুল হক দক্ষিণ দৌলতপুর এলাকায় বসবাস করে। মোহনগঞ্জ থানা পুলিশ জানান, শনিবার রাত ৮টার দিকে মৃত যোগেস চন্দ্র দত্তের ছেলে প্রণয় দত্ত এবং আঃ খালেক তালুকদারের ছেলে মঞ্জুরুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। প্রণয় দত্ত ৯নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি এবং মঞ্জুরুল হক আওয়ামী যুবলীগের সাবেক নেতা।

মোহনগঞ্জ থানার এসআই তায়জুল ইসলাম বলেন, উক্ত মামলায় প্রণয় দত্ত ও মঞ্জুরুল হককে অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। রবিবার নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হবে। অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামীর সন্ধান পেলেই গ্রেফতার করা হবে।