মোহনগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা কর্মসূচি উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর ও রোগ নির্মুলে বিনামূল্যে টিকা দান কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কার্যক্রম শুরু হয়।
পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির প্রধান অতিথি হিসেবে এ টিকা দান কর্মসূচি উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কৃষি কর্মকর্তা আবদুশ সাকুর সাদী, উপজেলা প্রকৌশলী সোয়াইব ইমরান, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন , আরিফুল ইসলাম জুয়েল ।