মোহনগঞ্জে বিনামূল্যে বীজ সার বিতরণ
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে ৩ হাজার ২’শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, চিনা বাদাম, পেঁয়াজ, মুগডাল, বিভিন্ন ধরনের সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রনোদনা ও পূর্নবাসন সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুশ শাকুর সাদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, প্রেসক্লাব সভাপতি এস. এম. সারোয়ার খোকন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বনিক প্রমুখ।