কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আলোকদিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতু সংলগ্ন চা দোকানে চা খাওয়ার জন্য যান সাইদুর। চা খাওয়া শেষে অন্যরা চলে তিনিও রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে উঠেন। এমন সময় ৮/১০ জন যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান। তবে তার মোটরসাইকেল ও চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে উপস্থিত লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, হামলাকারীদের একজনকে আমি চিনতে পেরেছি।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও মেহেদী হাসান (২২) সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে অভিযোগ করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে থাকা সহকারী ইমামের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এসআই রবিউল আওয়ালকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত