মোহনগঞ্জে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী
৫৫৪ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র আজ উদ্বোধন
কামরুল ইসলাম রতন:
আজ ৩০ জুলাই রবিবার সকাল ১১ টায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়াললি শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
জানা যায়, ৫৫৪ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন।
এ উপলক্ষে মোহনগঞ্জে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ সভাপতিত্বে সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ কুমার দত্ত, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।