
কামরুল ইসলাম রতন :
নেত্রকোণার মোহনগঞ্জে জেলা তাঁতীলীগের সভাপতি এম ডি মুরাদ চৌধুরীর বিরুদ্ধে ধর্মপাশা থানায় দায়েরকৃত একটি চোরাচালানী মামলায় ফাঁসানোর প্রতিবাদে মোহনগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জেলা তাঁতীলীগের উদ্যোগে মোহনগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলণে জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক হাসান খান জনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, নেত্রকোনা জেলা তাঁতীলীগের জনপ্রিয় নেতা এবং বারবার নির্বাচিত সভাপতি মো. মুরাদ চৌধুরী হলেন, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুন্নাহারের সুযোগ্য সন্তান। তাঁর সততা ও সাংগঠনিক দক্ষতায় নেত্রকোনা জেলা তাঁতীলীগ আজ সুসংগঠিত একটি সংগঠনে পরিনত হয়েছে। আমাদের নেতা মুরাদ চৌধুরী তাঁর সততার কারণে তিনি পাশের ধর্মপাশা উপজেলা সদরের কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের এজেন্ট হিসেবে দায়িত্ব পালণ করে তিনি তাঁর এ স্বল্প আয়ের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে দিনযাপন করে আসছেন।
তিনি আরো বলেন, গত ১৩ মার্চ ভোরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা-পুলিশ ধর্মপাশা গ্রামের বাসিন্দা শামীম আহম্মেদ বিলকিসের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় কাপড় বোঝাই দুইটি পিকআপ ভ্যান জব্দ করে। এসময় ওই দু’টি গাড়িতে থাকা ৪ চোরাচালানীকে আটক করে। তখন ঘটনাস্থলে আমাদের নেতা মুরাদ চৌধুরী ও তাঁর শ্যালক শাহ্ আলম ছিলেন না। পরবর্তীতে উক্ত চোরাচালানীর মালামাল তাঁর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে। এমন অভিযোগ এনে ধর্মপাশা থানায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতা মুরাদ চৌধুরী ও তাঁর শ্যালক শাহ্ আলমকেও আসামি করা হয়।
তিনি আরো বলেন, উক্ত ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদের নেতা মুরাদ চৌধুরী ও তাঁর শ্যালক কে অব্যাহতি দেওয়ার জন্য ইতোমধ্যেই জেলা তাঁতী লীগের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দিয়েছি। পাশাপাশি আজ আমরা এই সংবাদ সম্মেলণের মাধ্যমে আমাদের নেতা মুরাদ চৌধুরীসহ তাঁর শ্যালককে ওই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
এবিষয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ওই মামলার সকল আসামিরাই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছে। তবে মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।
এসময় জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আল-আমিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান খান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক আলীমূল ইসলাম শাকিল ও সহ-সাংগঠনিক সম্পাদক সুখদেবপুর ঘোষ উপস্থিত ছিলেন।