মোহনগঞ্জে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

সাইফুল আরিফ জুয়েলঃ
নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের হামলা থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলো রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পাশাপাশি দিনের বেলাতেও পালা বদল করে মন্দির পাহারা দিতে দেখা গেছে নেতাকর্মীদের।এতে উপজেলায় থাকা হিন্দু ধর্মালম্বীদের মন্দিরগুলো রক্ষা পেয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. মাইনূল ইসলাম জানান, দুর্বৃত্তরা যাতে হিন্দু ধর্মালম্বীদের মন্দিরগুলো টার্গেট করে হামলা চালাতে না পারে সেজন্য আমরা রাতদিন পাহারা দিচ্ছি। কারণ দুর্বৃত্তরা মন্দিরে হামলা ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাবে। কোন চক্রান্তকারীদের আমরা সেই সুযোগ দেব না। আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী মন্দির রক্ষা, জ্বালাও পোড়াও বন্ধসহ সাধারণ মানুষের জান মাল সুরক্ষায় কাজ করে যাচ্ছি।এসময় মন্দির পাহারায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের

যুগ্ন আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জয়, সদস্য সচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী মিলটনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।