মোহনগঞ্জে রাব্বি হত্যা: আরও ১ জন গ্রেপ্তার
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে রাব্বি হত্যা মামলায় সারোয়ার ইসলাম পলাশ (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি হত্যা মামলায় এ পর্যন্ত পলাশসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পলাশ বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে পলাশ মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া এলাকায় বসবাস করছেন।
এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় রাব্বি মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত আটটার দিকে কয়েকজন তরুণ এসে রাব্বিকে পাশে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই তরুণেরা। এতে রাব্বির ফুসফুস বেরিয়ে যায়। লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে আটক করে।
সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আটক আটক হওয়া টেংগাপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে রাফি মিয়া (২৩) ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৪) গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, রাব্বি হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ মামলায় রাফি মিয়া ও সুজন মিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই মামলায় পলাশ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।