মোহনগঞ্জে রেলের ৩ টিকিট কালোবাজারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার মোহনগঞ্জ রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে ৩ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মোঃ মাহমুদুল হাসান মেহেদী এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে রেলস্টেশন হতে টিকেট কালোবাজারি তিনজন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার টেংরা পাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোঃ খসরু (২৫), একই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুলমিয়া (৪৫) ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পাঁচ পয়লা গ্রামের মোঃ আসাদুল্লাহর ছেলে আবু সাইম (২৫)।

পরে তৎক্ষণাৎ মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ কাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ খসরু কে ১০ দিন এর কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আবু সাইম কে ১০ দিন এর কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা ও ফুল মিয়া কে ১০ দিন এর কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আটককৃতদের বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশন হতে আসামিদেরকে মোহনগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ‍ইসলাম (পিপিএম) বলেন, আগামীকাল রেলওয়ে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।