মোহনগঞ্জে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে ১৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টা উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫’ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। দিবসের ওপর বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি, এম.এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম (পি.পি.এম), পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব, গোলাম রব্বানী পুতুল, জামাতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ।

জমিয়তে উলামায়ে ইসলাম সদস্য সচিব, রুহুল আমীন নগরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মোহনগঞ্জের সভাপতি মাওলানা আলী হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুস শাকুর সাদী, মৎস্য কর্মকর্তা, তানভীর আহমেদ।

সাংবাদিকদের মধ্যে এস.এম সারোয়ার খোকন, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল বক্তব্য রাখেন।