মোহনগঞ্জে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

কামরুল ইসলাম রতনঃ
মোহনগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ মিয়া অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি)দুপুরে সমাজ উচ্চ বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে এলাকাবাসী-অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

জানা গেছে, সম্প্রতি সহকারী প্রধান শিক্ষক মোঃ হাদিছ মিয়ার আপত্তিকর একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের স্কুল মাঠে ২ ঘন্টা যাবৎ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।ফলে আজকে কোন ক্লাস হ্য়নি।

ওই শিক্ষকের অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেয় শিক্ষার্থীরা। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক হাদিছ মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পুরাতন ঘটনা। এআই দিয়ে এডিট করে অডিও কলরেকর্ডটি তৈরি করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, অডিও কলরেকর্ডটি এডিট নয়,সত্যি। ওই সময়ে বক্তব্য প্রদান করেন, এলাকাবাসীর পক্ষে আয়নাল হক ও ইজাজুল হক রয়েল, ছাত্র অভিভাবক ছদ্দু খন্দকার, প্রাক্তন খন্ডকালীন শিক্ষক সনজিল মিয়া, স্থানীয় বিএনপিতা নেতা কামাল আহমেদ, প্রাক্তন ছাত্র পারভেজ খান প্রমুখ।

বিক্ষোভ চলাকালীন সময়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক বিক্ষোভকারীদেরকে শান্ত করার উদ্দেশ্যে বলেন, আমি বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করব।

এ ব্যাপারে ইউএনও জুয়েল আহমেদ জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য জানানো হয়েছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।