মোহনগঞ্জে শিক্ষার্থীদের পূর্ণমিলনী
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী -২০২৪ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে সমাপ্ত হয়েছে। হাওর এলাকার পূর্ব পাড়ে গ্রামাঞ্চলে এরকম অনুষ্ঠান মানুষের মন কেড়ে নিয়েছে।
গতকাল শনিবার (২ নভেম্বর) গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অত্র বিদ্যালয়ের প্রথম পূর্ণ মিলনের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
বিভিন্ন দূর-দূরান্ত থেকে নৌকা যোগে প্রাক্তন শিক্ষার্থীরা পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান করে আনন্দ উপভোগ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী ও শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম বেগ। মনিরুজ্জামান দিলু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবু তাহের তালুকদার, আব্দুর সবুর লাট মিয়া, সারোয়ার জাহান আরেফিন, শফিউল কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে সংস্কৃতি অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান পরিবেশন করে দর্শকদেরকে মুগ্ধ করে। অভিভাবক মোঃ আল আমিন বেগ শফিক (পোস্টমাস্টার) বলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রাক্তন শিক্ষার্থীরা একত্র হওয়ায এক মহা মিলন মেলায় পরিণত হয়ে ছিল। অনুষ্ঠান টি খুব সুন্দর হয়েছে।