মোহনগঞ্জে শৈলজারঞ্জন মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাহাম শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে আজ শুক্রবার সকাল ১০ টায় শৈলজারঞ্জন মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে এবং শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের জীববিজ্ঞানের প্রভাষক মোঃ আশরাফুর রহমান খানের সঞ্চালনায় শৈলজারঞ্জন এর মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুখময় সরকার, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সরোজ মোস্তফা, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনরম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।