মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউসিসিএ সভাপতি জহিরুল আলম শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোহাম্মদ মামুন অর রশীদ, ওসি ( তদন্ত ) মো. শফিকুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এস,এম সারোয়ার খোকন প্রমুখ।
কর্মসূচিতে সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি আকন্দ , হাফিজুর রহমান চয়ন প্রমুখ। তাছাড়া বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সমবায়ী উপস্থিত ছিলেন।