মোহনগঞ্জে সমাজ সেবার কর্মশালা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

মোহনগঞ্জ সংবাদদাতাঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ক্ষুদ্র ঋন কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুফলভোগীদের নিয়ে সমাজসেবা কার্যালয়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।

ইউএনও জুয়েল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপ পরিচালক শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেল সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

সেমিনার শেষে হত দরিদ্র, ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে ঋন বিতরণ,মোনোহারী দোকানের মালামাল প্রদান এবং গরু, ছাগল বিতরণ করা হয়।