মোহনগঞ্জে সাজা প্রাপ্ত ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নারীসহ দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।

তারা হলেন, উপজেলার মাঘান গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (৩৮) ও একই উপজেলার মাইলোড়া এলাকার মোছা. মেহেরুল আক্তার (৪২)।রোববার (৭ জুলাই) দুপুরে দুইজন কে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার রাতে ঢাকার আশুলিয়া ও মোহনগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি মো.) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকার আশুলিয়া এলাকার একটি মাদক মামলায় ২০১৭ সালে আল আমিনকে দেড় বছরের সাজা দেন আদালত। কিন্তু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে রোববার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে অর্থ ঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেরুল আক্তারকে তার নিজ বাড়ি মাইলোড়া থেকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আজ রবিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।