মোহনগঞ্জে সেনা মোতায়েন, জনমনে স্বস্তি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা এবার উপজেলা পর্যায়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন।এ কারণে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর ৬৩ ইস্টবেঙ্গলের সদস্যরা অবস্থান করছে। সেনাবাহিনী কর্তৃক মোহনগঞ্জ থানার নিরাপত্তাসহ পুলিশের সাথে নিরাপত্তা টহল অব্যাহত রয়েছে। সংখ্যালঘুদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাকবাহিনী ও পুলিশের টহল রয়েছে। গতকাল সোমবার মোহনগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন।

এ সময় মেজর মোঃ মর্তুজা হোসেন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হিরু শেখ, সার্জেন্ট আবু সাইদ, সার্জেন্ট শাহজাহানসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম সারোয়ার খোকন, এম এস দোহা, মোঃ কামরুল ইসলাম রতন, আবুল কাসেম আজাদ, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল, মানিক তালুকদার ও শ্যামল চৌধুরী। সেনাবাহিনীর প্রচেষ্টায় এলাকায় চাঁদাবাজি, চুরি, লুটপাট না থাকায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসছে।