মোহনগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে শিক্ষার্থীর বাড়িতে। ঘটনার পর অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ধর্ষণকারী উজ্জ্বল মিয়ার দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে ওই ছাত্রীর স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও অংশ নেয়।
বক্তারা বলেন, উজ্জ্বল মিয়া একটা বদমাইশ টাইপের লোক। ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে ওই ছাত্রীর জীবন সে নষ্ট করে দিয়েছে। উজ্জ্বলের দৃষ্টান্তমূলক সাজা হলে আর কেউ এমন কাজ করতে করতে সাহস পাবে না।
গত বুধবার উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। এদিন সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার সকালে উজ্জ্বল মিয়াকে আদালতে পাঠানো হয়। পাশাপাশি ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির ভুক্তভোগী ছাত্রীকে নেত্রকোনা পাঠানো হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। উজ্জ্বল মিয়া তিন সন্তানের জনক। তার ছোট ছেলে ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠী।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মামলার পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় উজ্জ্বল। এসময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল। ওই ছাত্রীর দাদী উজ্জ্বলকে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে জিজ্ঞেস করলে তিনি কোন কথা না বলে পালিয়ে যায়।