মোহনগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের পৌরশহরের টেংগাপাড়া এলাকার কাজী অফিসের মোড়ের একটি স্বনামধন্য ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর শো রুম থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের তাদের কাছ থেকে ৬.১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতা হলেন, টেংগাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন খান পাঠান ওরফে দারোগ আলীর ছেলে শাহিন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫১), বড়কাশিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম বাবু (৩১) ও দেওথান গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে মো. আল আমিন (৩১)।

পুলিশ জানায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদে মোহনগঞ্জ থানার এসআই পিন্টু চন্দ্র দে নেতৃত্বে বুধবার রাতে পৌরশহরের টেংগাপড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬.১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা সহ ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক বিক্রির ১৫০০ টাকাও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গাইনপাড়া এলাকার লাবিন মিয়া পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এছাড়া তাদের পালিয়ে যাওয়া সহযোগীকে ধরতেও অভিযান চলছে।