মোহনগঞ্জে ১২ বোতল দেশীয় মদসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

মোঃ কামরুল ইসলাম মজুমদার ওরফে রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে ১২ বোতল দেশীয় মদসহ লিটন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে মোহনগঞ্জ পৌরসভার স্টেশন রোডে ১২ বোতল দেশীয় মদসহ তাকে আটক করা হয়।

মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক লিটন মিয়া অত্র জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের স্টেশন রোড এলাকায় যৌথবাহিনী টহল পরিচালনা করার সময় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এর নেতৃত্বে সন্দেহভাজন লিটন মিয়াকে আটক করার পর তল্লাশি করে ১২ বোতল দেশীয় মদ পাওয়া যায়।

পরে তাকে মদসহ মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান উক্ত এলাকায় নিরাপত্তা পরিচালনা করা হচ্ছে এবং সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটক লিটনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হচ্ছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।