মোহনগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী কে সিএনজি চালকরা আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বট গাছতলা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় সিএনজি স্ট্যান্ড থেকে রাত পর্যন্ত তিন দফায় তাদের আটক করা হয়। এ ঘটনার তাদের নামে মোহনগঞ্জ থানায় মামলা দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার তেতিয়া গ্রামের উস্তার আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০), ও সুনামগঞ্জ সদরের আব্দুর জহুরের ছেলে আলী নুর (২৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের বিল্লাল মিয়া (৫০) জামাল মিয়া (৩৫), ফিরোজ আহমেদ (২২) শাকিল মিয়া (২২) ও ইকবাল মিয়া (১৮) ।

মোহনগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মাসুদ রানা আমাদের প্রতিনিধিকে বলেন, কয়েকদিন আগে আমাদের একজন চালক যাত্রী নিয়ে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে বারহাট্টা থানা পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করে ভেতরে গাঁজা পায়। এদিকে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। নিরপরাধ চালক মুখলেছুর রহমান সেই মাদক মামলায় জেল খাটছেন। এরপর থেকে আমরা যাত্রীর ব্যাগ সন্দেহ হলে তল্লাশি করে গাড়িতে উঠাই।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ওই দুই যাত্রী ব্যাগ নিয়ে সিএনজিতে উঠার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে ব্যাগ তল্লাশি করে গাঁজা পাওয়ার পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে দুইবারে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা সহ আরো পাঁচজনকে আটক করা হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উক্ত তথ্য সংবাদ কর্মীকে ও অবহিত করেন।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক দুইজনের নামে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মামলার সত্যতা সহ তিনবারে ৩২ কেজি গাঁজা সহ সর্বমোট সাতজন মাদক ব্যবসায়ী সিএনজি চালকরা আটক করার কথা স্বীকার করেছেন । পরের পাঁচজন আসামিকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে । তিনি আরো বলেন পুলিশ তৎপর রয়েছে, তবে তৎপরতা আরো বাড়ানো হবে।