মোহনগঞ্জে ৩ কেজি গাঁজাসহ আটক কারবারি

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

মোহনগঞ্জ থেকে কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণা মোহনগঞ্জে তিন কেজি গাঁজাসহ মো. জসীম উদ্দিন (৩০) এক মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল ) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী অভিযানে গাঁজা সহ আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জসীম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দরবারপুর গ্রামের মুগুল আহমেদের ছেলে।

পুলিশের এ এস আই জহিরুল ইসলাম প্রথমে আমাদের প্রতিনিধিকে গাজা সহ আটকের বিষয়টি অবহিত করেন। পুলিশ জানায় ,, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় পাইলট স্কুলের সামনের সড়কে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন খবরে এস আই পিন্টু চন্দ্র দে’র নেতৃত্বে এ এস আই জহিরুল ইসলাম ও লিলো চন্দ্র দাসসহ একদল পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে জসীম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) কানাই লাল চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটক জসীম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণের রাখার জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন আটক হলে কাউকেই ছাড় দেয়া হবে না। প্রকাশ্যে মদ বিক্রি ও মাতলামি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । বিভিন্ন রোডে ইদানিং মাতালদের উৎপাত বেড়েছে আমাদের কাছে এলাকার পক্ষ থেকে সংবাদ আছে। আমরা অনুসন্ধান করে হাতেনাতে পেলে অবশ্যই আটক করা হবে তিনি নিশ্চয়তা দিয়েছেন।