মোহনগঞ্জে ৬মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি স্কুল শিক্ষিকা গ্রেফতার
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জে ৬মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
সূত্র জানায়, মোহনগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি সাবিনা ইয়াসমিনকে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে শুক্রবার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ৪টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, ১টি হাজিরা ও ১ টি সাধারণ ওয়ারেন্টসহ মোট ৬টি ওয়ারেন্ট জারি ছিলো।
গ্রেফতার সাবিনা ইয়াসমিন ওরফে মিতু মোহনগঞ্জ পৌরসভার দক্ষিণ দৌলতপুর এলাকার প্রবাসী জায়েদ রহমান এর স্ত্রী, বাহাম গ্রামের হেনা আক্তার এর মেয়ে ও উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
২টি মেডিকেল সার্টিফিকেট মূলে ৩০ নভেম্বর পর্যন্ত সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ছুটিতে আছেন। প্রথম মেডিকেল সার্টিফিকেটে ১১ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ও দ্বিতীয় সার্টিফিকেটে ১ অক্টোবর হতে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন। এই ছুটির আবেদন অনুমোদন করিয়েছিলেন উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে।
উল্লেখ যে, এর আগেও বহুবার গ্রেপ্তার হয়ে সাবিনা ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । কিন্তু জেল হাজতে থাকার পরও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানা যায়।
মামলার বিবরণীতে দেখা যায়, জামেনা (৪৫) নামের এক মহিলা গত ২০১৯ তার বিরুদ্ধে ১৩ লক্ষ ৫০ টাকা পায় মর্মে মামলা করেন। মামলার সি আর মোকদ্দমা নং ২০৭(১)২০১৯, অন্যদিকে মোঃ মাহবুবুর রহমান [(৩১) /০১-১১- ২০২২ ইং] নামের একজন ১০ লক্ষ ২০ হাজার টাকা দাবি করে মামলা করেন, পান্না আক্তার নামের একজন ১২ লক্ষ টাকা দাবি করেন মামলা করেন (সি আর মোকদ্দমা নং ২১৫ (১) ২০২৩) তার বিরুদ্ধে। এছাড়াও অনেক সমিতি ও ব্যক্তিদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন মর্মেও অভিযোগ রয়েছে। সর্বমোট টাকার পরিমাণ অর্ধ কোটি টাকা হতে পারেও বলে ধারণা স্থানীয়দের।