
শেখ লুৎফা :
মোহনগঞ্জে ৭ হাজার ৪ শ কৃষকের মাঝে উন্নত জাতের ধান বীজ বিতরণ করেছে মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
বৃহস্পতিবার উপজেলা চত্তরে ৪ হাজার ২ শ কৃষকের মাঝে প্রতি জনে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ ও ৩ হাজার ২ শ জনকে ৫ কেজি করে উফশি ধানের বীজ ১০ কেজি করে ডিএফপি ও এসওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত,তাহমিনা শান্তা,কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপ-সম্প্রসারণ কর্মকর্তা দুলা মিয়া প্রমূখ ।