মোহনগঞ্জ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

মোঃ কামরুল ইসলাম রতনঃ
আজ সোমবার (১৭ মার্চ,২০২৫) সকাল ১১ টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা অত্র কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা কৃষি অফিসার আবদুর শাকুর সাদী, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, মোহনগঞ্জের এল এসডি কর্মকর্তা মোহাম্মদ ইমরুল কায়েস, খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল আজিজ, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।

আয়োজনে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও উপজেলা প্রশাসন মোহনগঞ্জ।

মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ১৪ টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে ১৪ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।