মোহনগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী যারা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল (ঘোড়া) পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৩০হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনুল ইসলাম খান সোহেল (মোটর সাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আশাদুজ্জামান চৌধুরী (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার শিল্পী (পদ্মফুল) বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যার পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৪৭ হাজার ৯শ ৫জন।