
রিংকু রায়:
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল আনুষ্ঠানিকভাবে ওই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শান্তা, ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. সঞ্জিব দত্ত, ডা. কাউসার জাহান ঐশী, ডা. আহমদ মুসা, কাউন্সিলর কামাল হোসেন রতন প্রমুখ।
জাইকা’র অর্থায়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি সিলিন্ডারসহ ওই অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়। এর ফলে একসাথে ১৫জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। ওই প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৫৪০ লিটার পর্যন্ত অতিক্রম করবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল রোগীদের সুচিকিৎসায় সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।