মোহনগঞ্জ থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দীর্ঘ দেড় মাস পর সংস্কার শুরু

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
প্রতিকী ছবি

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দীর্ঘ ১ মাস ২৩ দিন পর থানার বিল্ডিং এর প্রবেশপথ নবাগত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম যোগদান করার পর রং বর্ধনের কাজ শুরু করেছেন।

জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর ঐদিন বিকালে কয়েকশ উৎশৃংখল যুবক মোহনগঞ্জ থানায় প্রবেশ করে ২ টি জীপ গাড়ি, ১১ টি মোটরসাইকেল ভাঙচুর করে ও থানায় আগুন দেয়। সরকারি ২ টি গাড়ি ও ১১ টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ফেলায় পুলিশের কাজকর্মে দারুন ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

তিনি আজ শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, থানায় প্রবেশ করার মুহুর্তে অগ্নিসংযোগ এর দৃশ্য দেখলে পুলিশের মনোভাব পরিবর্তন হবে না। পুলিশের কার্যক্রমের গতি ফিরিয়ে আনার লক্ষ্যে আমি নতুন উদ্যমে কাজ করতে চাই। পুলিশের নতুন সেট স্থাপন হলে আমি মোহনগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক মুক্ত করতে আমি সাধ্যমত চেষ্টা অব্যাহত থাকবে। সকল পেশার প্রতিনিধির পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন। পুলিশের মনোভাব চাঙ্গা করতে সকল ধরনের কৌশল প্রয়োগ করা হবে