
ইসরাত জাহানঃ গত ২৫/০৭/২০২০খ্রীঃ হতে ২৪ ঘন্টা মাদক বিরোধী অভিযান করে মোহনগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা হতে কুখ্যাত ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
আয়কৃতরা হলো, জামাল মিয়া ওরফে শাহীন (৪০) পিতাঃ মোঃ মোর্শেদ, গ্রাম – কচুডুয়ারী, থানা- নেত্রকোনা ও আমিরুল ইসলাম(৩০) পিতা- ইউসুফ আলী, গ্রাম – বড়কাসিয়া, থানা- মোহনগঞ্জ, উভয় জেলা- নেত্রকোনা।
তাদেরকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা সহ এসআই আব্দুল্লাহ আল মোমেন, এসআই সানোয়ার,এএসআই ইয়াকুব গ্রেফতার করেন।
মোহনগঞ্জ থানার ওসি বলেন, আসামীদের মাদক সহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করে আজ ২৬/০৭/২০২০খ্রীঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।