মোহনগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই জুয়াড়িকে কোর্টে সোপর্দ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতন:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা পুলিশ দুইজন জুয়ারীকে আটক করে আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নেত্রকোনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার রাতে গরুহাটার নদীর পাড়ে নির্জন স্থানে জুয়া খেলা চলছে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

পুলিশ দুইজনকে আটক করেছে তারা হলো মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুরের মৃত নুর মিয়ার ছেলে মোঃ লিটন (৩৫) খলিফা পট্টির মৃত কান্দু মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল (৩৭)। তাদেরকে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দিন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জুয়া খেলার বিষয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতেই অভিযান পরিচালিত হয়। তিনি আরো বলেন, বিভিন্ন রাস্তাঘাটে, শিয়ালজানী খালের দুই পাড়ে স্কুলের শিক্ষার্থীসহ প্রেমিক-প্রেমিকাদের অবস্থান ও মাদকের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।