কামরুল ইসলাম রতনঃ
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাশার ।
সকাল সাড়ে দশটায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল বাশার। অনুষ্ঠান টি সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক মির্জা বায়োজিদ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন।
দ্বিতীয় পর্বে ২৯ টি আঙ্গিকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২১ নং ক্ষমিকে রম্য নাটকে অভিনয় করে ৮ শ্রেণীর ছাত্রী সাবা ও তার দল। সংগীত পরিচালনায় ছিলেন রুকনুজ্জামান, তবলছিতে মোঃ সবুজ মিয়া, নিত্য পরিচালনায় শাহীন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন। সাংবাদিকদের মধ্যে মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।
বিকাল চারটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল বাশার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদ খোকন, দিবা শাখার শিফট ইনচার্জ মোঃ রফিকুজ্জামান ইদ্রিসি । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মির্জা বায়োজিদ আহমেদ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত