নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (১৯ মার্চ ) দুপুর ৩ টায় পৌর পাবলিক হল ও কমিউনিটি সেন্টার, মাইলোড়া, মোহনগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহ্বায়ক মুহাম্মদ দানা এহতেশাম ওসমান। অনুষ্ঠান সঞ্চালন করেন আহবায়ক কমিটি সদস্য আলী মুসা জয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব সরকার, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান।
বক্তব্য রাখেন নবাগত সভাপতি মুঃ রানা আসিফ সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ফরিদ প্রধান শিক্ষক সফিকুল আলম বুলবুল, আনোয়ার হোসেন, ফজলুল করিম সহকারী শিক্ষক শাহজাহান আলম খান বিপ্লব, তানভীর হাসান, সাকুরা কনক প্রমুখ ।